গণেশ পূজা উপলক্ষে বীর চট্টলার হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর- এর শুভেচ্ছা বিনিময় করেন।

হিন্দু সম্প্রদায়ের গণেশ পূজা উপলক্ষে বীর চট্টলার হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর।

এসময় চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর এর সদস্য হৃদয় দত্তের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, যুগ্ম-সমন্বয়কারীরা।

যুগ্ম-সমন্বয়কারী রাফসান জানি বলেন, ”আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। যেখানে সরকার নাগরিকদের সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে বিচার করবে না। নাগরিকদের সুষ্ঠ অধিকার নিশ্চিত হবে। সুন্দর সুষ্ঠ ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মানে আমরা লড়ে যাবো। এই লড়াইয়ে আপনাদের সহযোগিতাও কাম্য।”

এতে উপ[স্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর এর সদস্য- মোহাম্মদ ফরহাদুল আলম, তাহজীব চৌধুরি, একরামুল হক বাপ্পি, রকিবুল হাসান এবং পুজা উদযাপন কমিটির আহ্বায়ক ও মন্দির সভাপতি সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন লোকজন।

Editor