বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ‘পোস্টার বয়’ এবার কোচের ভূমিকায়


কার্ডিফের নায়ক এবার কোচের ভূমিকায় — আয়ারল্যান্ড সিরিজে নতুন মিশনে ফিরছেন বাংলাদেশের প্রথম ক্রিকেট তারকা।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম নায়ক ও এক সময়ের ‘পোস্টার বয়’ মোহাম্মদ আশরাফুল। দীর্ঘদিন ধরে এই নিয়ে জল্পনা চললেও অবশেষে সেটিই সত্যি হলো।

সোমবার (৩ নভেম্বর) মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আসন্ন আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন আশরাফুল।

বিসিবির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত

বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সভা শেষে সংবাদ সম্মেলনে জানান,

“আশরাফুলকে আমরা আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দিয়েছি। তাঁর অভিজ্ঞতা, ব্যাটিং জ্ঞান ও মানসিক শক্তি তরুণ ক্রিকেটারদের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

একই সভায় সাবেক বাঁহাতি স্পিনার ও বর্তমান বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাককে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।

খেলোয়াড় থেকে কোচ – এক নতুন অধ্যায়

বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের সেরা প্রতিভা আশরাফুলের জীবনে এটি এক নতুন অধ্যায়। নিষেধাজ্ঞার পর ঘরোয়া ক্রিকেটে ফিরে এলেও জাতীয় দলে খেলোয়াড় হিসেবে আর জায়গা হয়নি তাঁর। এবার তিনি ফিরছেন কোচ হিসেবে, ব্যাট হাতে নয়, বরং তরুণদের হাতে ব্যাট তুলে দিতে।

মিরপুরে দলের সঙ্গে যোগ দেওয়ার পর শুক্রবার সিলেট যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশরাফুল বলেন,

“প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে। আমি খেলোয়াড়ি জীবন শেষে ঠিক করেছিলাম কোচ হব। জীবনে যত ভালো আর খারাপ ইনিংস দেখেছি, সেই অভিজ্ঞতাগুলোই এখন শেয়ার করতে চাই তরুণদের সঙ্গে।”

লেভেল থ্রি কোচিং ডিগ্রিধারী আশরাফুল

তিন বছর আগে নিজের খরচে আবুধাবিতে লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেন আশরাফুল। এরপর রংপুর রাইডারস, গ্লোবাল টি২০, ঢাকা প্রিমিয়ার লিগ ও নারী প্রিমিয়ার লিগসহ বিভিন্ন পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি বলেন, “রংপুর রাইডারস আমাকে দারুণ সুযোগ দিয়েছিল। গ্লোবাল টি২০–তে কাজ করেছি, সেখানে চ্যাম্পিয়নও হয়েছি। এরপর বিপিএল, মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ—সব জায়গায় কোচিংয়ের অভিজ্ঞতা আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।”

জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়েই তাঁর সবচেয়ে বড় চিন্তা। তিনি বলেন,

“আমাদের ব্যাটাররা যেন ধারাবাহিকভাবে বড় রান করে, সেটাই আমার লক্ষ্য। আমি খেলোয়াড় হিসেবে সেটা করতে পারিনি, কিন্তু এখন আমি চেষ্টা করব যাতে তারা সেটা করতে পারে।”

কোচ হিসেবে চাপ নয়, দায়িত্বই বড়

খেলোয়াড় হিসেবে চাপ বেশি, কোচ হিসেবে দায়িত্ব বেশি — এমন মত দিয়েছেন আশরাফুল। তাঁর ভাষায়,

“খেলোয়াড়ের পারফরম্যান্স পুরো জাতি দেখে। কোচের কাজ হলো শুধু গাইড করা। ম্যাচে সিদ্ধান্ত নেয় খেলোয়াড়রাই। তবে রেজাল্টভিত্তিক কাজ করতে গেলে চাপ থাকবেই, সেটার জন্য আমি প্রস্তুত।”

বর্তমান প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে আশরাফুলের সম্পর্ক অনেক পুরনো। স্মৃতিচারণ করে তিনি বলেন,

“১৯৯৮ সালে আমি বলবয় ছিলাম। তখন সিমন্সকে একদিন নেটে গুগলি বল করেছিলাম, ওটা ও বুঝতে পারেনি। পরে সে আমার কাছেই শিখতে চেয়েছিল। তখন থেকেই সম্পর্কটা শুরু।”

মুশফিকের শততম টেস্টে পাশে আশরাফুল

এক সময়ের সতীর্থ মুশফিকুর রহিমের শততম টেস্ট ও এবার থাকবেন কোচ হিসেবে। আশরাফুল বলেন,

“আমি ভাগ্যবান যে মুশফিকের প্রথম টেস্টে লর্ডসে ড্রেসিংরুমে ছিলাম, এখন ১০০তম টেস্টেও থাকব। ওর মতো ডিসিপ্লিনড ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে বিরল।”

সমালোচনায় শান্ত আশরাফুল

নিজের নিয়োগ নিয়ে সমালোচনায় তিনি নির্লিপ্ত। রুবেল হোসেনের ফেসবুক মন্তব্য প্রসঙ্গে আশরাফুল বলেন,

“যার যার মতামত দিতেই পারে। আমি এসব নিয়ে চিন্তিত না। আমি জানি রুবেল মানুষ হিসেবে খুব ভালো। আমি আমার দায়িত্বটা সততার সঙ্গে পালন করব।”

মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়েও মন্তব্য করেছেন আশরাফুল।

“আগে আমরা অপেক্ষা করতাম রাতের নিউজের জন্য, এখন তো প্রতি সেকেন্ডেই খবর তৈরি হচ্ছে। আমার শুধু অনুরোধ, সমালোচনা অবশ্যই করবেন, তবে রয়েসয়ে করলে ভালো হয়।”

২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন আশরাফুল। কিন্তু পরবর্তীতে ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হন। নিষেধাজ্ঞা শেষে মাঠে ফেরার পর তিনি ধীরে ধীরে নিজেকে নতুন করে গড়ে তোলেন, এবার কোচ হিসেবে তাঁর সেই যাত্রা নতুন দিগন্তে পা রাখল।

বাংলাদেশ ক্রিকেটের প্রথম তারকা এখন নতুন ভূমিকায়। খেলোয়াড় থেকে কোচ—এটা শুধু পেশাগত পরিবর্তন নয়, বরং প্রতীকী প্রত্যাবর্তন। পতনের পর ঘুরে দাঁড়ানো এক মানুষের গল্প, যিনি এবার ব্যাট নয়, বোর্ড হাতে দেশের ক্রিকেটে লিখতে চান নতুন ইতিহাস।

admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *